প্র্যাকটিক্যাল এর মাধ্যমে শিক্ষাদান আমাদের বিশেষত্ব
প্র্যাকটিক্যাল ছাড়া যেকোনো শিক্ষা অপূর্ণ। এক জরিপে দেখা গেছে, কেবল হাতে-কলমে শিক্ষার অভাবে চাকরি জীবনে ভোগান্তির শিকার হন ৬৭ শতাংশ মানুষ। তাছাড়া প্র্যাকটিক্যাল দক্ষতা না থাকলে কাজ পেতেও অনেক সময় লাগে। সব ক্যারিয়ারের শুরুতে কম-বেশি সবাই এই সমস্যায় ভোগেন। তাই লোকাল মেডিকল সার্ভিস বিশ্বাস করে হাতে-কলমে শিক্ষার উপর। এজন্যই আমাদের প্রতিটি কোর্সে রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিক্যাল। আপনি যদি আমাদের দক্ষ মেন্টরের তত্ত্বাবধানে সবগুলো প্র্যাকটিক্যাল শেষ করেন, তাহলে কোর্স চলাকালীন সময়েই নিজের একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন
আমাদের প্র্যাকটিক্যাল সমূহ
অপারেশন একটি পদ্ধতি যেখানে আমরা রোগীর দেহকে প্রয়োজনমত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করে থাকি ।
অপারেশনের কাজে সবারই হাত দেওয়া উচিত নয় ।অপারেশনের কাজে ডিগ্রীধারী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার প্রয়োজন । সামান্য ভুলের কারণে মারাত্বক ক্ষতি হতে পারে । অঙ্গহানি ঘটতে পারে এমনকি মৃত্যুও হতে পারে
ইনজেকশন একটি যন্ত্র যার সাহায্যে জীবদেহে ঔষধ প্রয়োগ করা হয় । মুখে ঔষধ নেওয়ার চেয়ে ইনজেকশন নেওয়া বিপদজনক । একারনে ইনজেকশন কি, তার পার্শ্বপ্রতিক্রিয়া ও ইন্ডিকেশন ভালোভাবে জানা প্রয়োজন ।
স্যালাইন ইনজেকশন সাধারণত ইনট্রাভেনাস এ দেওয়া হয় । রোগীকে শুয়াইয়া শিরায় দিতে হয় । ভেইন ফোলাইয়া হাল্কা রাবারের নল দ্বারা বেধে হাতে চাপ দিয়ে স্পষ্ট ভেইন ফুলাইয়া, ভেইন এর দেওয়াল ফুটাইতে হবে । Saline Bag রোগী হইতে একটু উপরে লাগাইতে হবে, ভেইন এ Needle Water ছাড়তে হবে । Saline Needle শিরার সাথে এক টুকরো লিউকোপ্লাস আটকে দিতে হবে ।
রক্ত চলাচলের সময় শিরা ও ধমনীর ওপর যে পার্শ্বীয় চাপ দেয় তাকে রক্ত চাপ বা Blood pressure বলে ।
ডুস হল এক ধরনের ঔষধ বিতরন ব্যবস্থা যার মাধ্যমে কঠিন, তরল বা বায়ুবীয় ঔষধ উপাদান বিতরন করা হয় পায়ুপথে প্রয়োগ করার জন্য। সাপোজিটরির শক্ত অথবা স্থিতিস্থাপক আবরণ জিলাটিন নামক আমিষ (প্রোটিন) দিয়ে বা অন্যান্য উপাদান দ্বারা তৈরী হতে পারে যা পায়ুপথের সাধারণ তাপমাত্রায় সহজেই গলে যায় এবং পায়ুপথের ভেতরে ওষুধের সক্রিয় উপাদান মুক্ত করে দেয়।
নাকে Ryles tube দিয়ে পাকস্থলী হইতে কিছু বের করে আনাকে Suction বলে ।
নেজাল ফিডিং হচ্ছে শিশু এবং তাদের খাওয়ানোর জন্য ব্যবহৃত হয় যারা মুখ দিয়ে পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ করতে পারে না।
Stomach Wash হলো চিকিৎসা ক্ষেত্রে ধৌত করার ছক মাত্র । কেহ যদি মদ বা মাদক দ্রব্য Anti – ধোতরা বিষ বা বিষাক্ত দ্রব্য স্বেচ্ছায় বা অনিচ্ছায় পরিমানে বেশী খাইলে তাহার পাকস্থলী ধৌত করনের প্রয়োজন হয় । Stomach Wash করার যন্ত্রটির নাম Stomach Wash Tube
কোন রোগী যদি Kidney হতে ফোটা ফোটা প্রস্রাব Ureter দিয়ে মুত্র থলিতে প্রস্রাব তৈরি হয় । অথচ Urathra দিয়ে বাহির হয় না , তাকে Retention of urine বলে ।
এটি ধরনের সরু ও স্বচ্ছ কাঁচের যন্ত্র যার সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় ।
চারটি প্রধান রক্তের গ্রুপ (রক্তের ধরণ) রয়েছে – A, B, AB এবং O। আপনার রক্তের গ্রুপটি আপনার পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনের দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি গ্রুপ আরএইচডি পজিটিভ বা আরএইচডি নেতিবাচক হতে পারে, যার অর্থ মোট 8 টি রক্তের গ্রুপ রয়েছে।