লোকাল মেডিকেল সার্ভিস

Elementor HTML Table
ছাত্র/ছাত্রীর বকেয়া বেতন জানতে এখানে ক্লিক করুন
ছাত্র/ছাত্রীর রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত

প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রশিক্ষনের দীর্ঘ ২৭ বছর ধরে চলমান বাংলাদেশে স্বনামধন্য স্বাস্থ্য বিষয়ক একটি অনন্য প্রতিষ্ঠান

এক নজরে আমাদের প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের ইতিহাস

পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তাররা গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন। লোকাল মেডিকেল সার্ভিস দেশের বেকারত্ব রোধ, দরিদ্র কমানো ও দেশে পল্লী চিকিৎসক বৃদ্ধির লক্ষে সরকার থেকে অনুমোদন প্রাপ্তি নিয়ে ১৯৯৬ সালে মিটফোর্ড হাসপাতালের সংলজ্ঞে পল্লী চিকিৎসার কোর্স শুরু করে । ১৯৯৬ সাল থেকে এই পর্যন্ত লাখের ও বেশী বেকারদের প্রশিক্ষন দিতে সক্ষম হয় এবং বর্তমানে আরো শাখা করতে সক্ষম হয়েছে । 

প্রশিক্ষণের উদ্দেশ্য

গণস্বাস্থ্য রক্ষা, বেকারত্ব রোধ, স্বাস্থ্য পরিচরযা, পরিবার পরিকল্পনা সম্প্রসারণ, পারিবারিক স্বাস্থ্য সেবা প্রশিক্ষন, তথা শিক্ষিত পুরুষ ও মহিলাদের আত্ননির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সহায়ক ভুমিকা পালন করছে । এরই ধারাবাহিকতায় লোকাল মেডিকেল সার্ভিসের সকল শাখায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করার জন্য আহব্বান করা হচ্ছে । 

প্রশিক্ষণের সুবিধা

লোকাল মেডিকেল সার্ভিস থেকে প্রশিক্ষন গ্রহণ করে ফার্মেসি পরিচালনা, স্বাস্থ্য বিষয়ক এন জি ও, ক্লিনিক, হাসপাতালে চাকুরী, পারিবারিক স্বাস্থ্যসেবা প্রদান , নার্সিং বিশেষজ্ঞ ডাক্তারের সহকারী হিসেবে দক্ষতার সহিত পেশা পরিচালনা ও আত্ননিরভরশীল হতে সক্ষম ।

যাদের জন্য এ কোর্স সমূহ

ফার্মেসীতে অভিজ্ঞ, হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত, ফার্মাসিষ্ঠ রিপ্রেজেন্টেটিভ, নার্স, এনজিও কর্মী, শিক্ষক, ইমাম এবং অবসর প্রাপ্ত কর্মকরতা, কর্মচারী ও শিক্ষিত পুরুষ ও মহিলাদের এ সকল কোর্স সমূহ প্রয়োজন । প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে স্টিজ, বেন্ডেজ,  ইঞ্জেকশন  সেলাইন  ব্লাড প্রেশার ইত্যাদি সহ অন্যান্য প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় ।

নিম্ন লিখিত কোর্স সমূহে ভর্তি চলছে

Elementor HTML Table
কোর্স সমূহ কোর্সের মেয়াদ ভর্তি ফি
L.M.A.F (পল্লী চিকিৎসা) ০৬ মাস ১৬০০
D.M.A (প্যারামেডিকেল) ০১ বছর ৩০০০
D.M.S (ডিপ্লোমা প্যারামেডিকেল) ০২ বছর ৩৫০০

যা যা শিখানো হবে

  • ঔষুধের পরিচিতি
  • ঔষুধ সম্পর্কে ধারনা
  • ঔষুধের জেনেরিক নাম
  • ঔষুধের প্রচলিত নাম
  • ঔষুধের ব্যবহার
  • রোগ বিধির পরিচিতি
  • রোগের লক্ষন

হাতে কলমে যা শিখানো হবে

  • বেসিক অপারেশন
  • স্টিজ
  • বেন্ডেজ
  • ইঞ্জেকশন
  • সেলাইন
  • ব্লাড প্রেশার
  • ডুস
  • সাকশন
  • নেজাল ফিডিং
  • স্টোমাক ওয়াস
  • রিটেনশন অফ ইউরিন
  • থার্মোমিটার
  • ব্লাড গ্রুপিং

কেন আমাদের প্রতিষ্ঠানে পরবেন?

  • আমাদের প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন হয়েছে।
  • আমাদের প্রতিষ্ঠান সরকারি ভবনে নির্মিত।
  • দুই যুগেরও অধিক সময় ধরে সাফল্যের সাথে পরিচালনা করে আসছি।
  • আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাক্তার।
  • আমরা এম.বি.বিএস অধ্যায়নকৃত দের দিয়ে ক্লাস নিয়ে থাকি।
  • আমাদের প্রতিষ্ঠান ঢাকার সর্ববৃহৎ পাইকারি ঔষধ মার্কেট এর ভিতর অবস্থিত।
  • আমাদের ভবনের পার্শ্ববর্তীতে রয়েছে ড্রাগ লাইসেন্স এর কার্যভবন।
  • অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোর্স ফি তুলনামূলক কম।

আমাদের ফেসবুক পেইজ

পত্রিকায় আমাদের বিজ্ঞাপন

ছাত্র/ছাত্রী পোর্টাল

বকেয়া বেতন

সময়সূচি

প্র্যাকটিকেল

সাবজেক্টিভ রেজাল্ট

প্রতিষ্ঠাতা

ডাঃ মোঃ জয়নাল আবেদীন

প্রতিষ্ঠাতা সম্পর্কে

ডাঃ মোঃ জয়নাল আবেদীন ১৯৫২ সালের ৩রা জানুয়ারী ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন মীর শাহপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী মোঃ আব্দুল গনি। বাবা মার প্রচন্ড ইচ্ছানুযায়ী শতকষ্টের মাঝেও তিনি পড়াশুনা চালিয়ে যান। ১৯৬৪ সালে তিনি জুনিয়র পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। ১৯৬৯ সালে কসবা মালটিলেটারেল উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন। ১৯৭৩ সালে শহীদ স্মৃতি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৭৫ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র।

তিনি তার জীবনের প্রথম কর্মজীবন শুরু করেন আড়াইবাড়ী কামিল মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে। সেই থেকে আর পেছনে ফিরে তাকাননি। তারপর শিক্ষকতা বাদ দিয়ে শুরু করেন সেবামূলক পেশা (ডাক্তার)। শুধু ডাক্তারী করেই ক্ষান্ত হননি। চিকিৎসার মত অত্যন্ত জটিল পেশার বহু L.M.A.F মূল্যবান বই বাংলায় লিখে তিনি সারাদেশে বহু সুনাম অর্জন করেছেন। বহু  ট্রেনিং সেন্টারে এই মানব প্রচুর শ্রম ও মেধা দিয়ে ছেলে-মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম বাংলার অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রসারণের ক্ষেত্রে অবদান রেখেছেন। গ্রামে-গঞ্জে তৈরী করেছেন বহু মেডিকেল এসিষ্ট্যান্ট। নির্মূল করেছে বহু বেকার ছেলে-মেয়ের দুর্বিসহ জীবন। সফল হতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত ২০০০ সালের মধ্যে সবার জন্য চিকিৎসা সেবা সম্প্রসারণ প্রকল্প।

প্রতিষ্ঠাতার কিছু কথা

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ। এদেশের শতকরা আশি ভাগ মানুষের বসবাস গ্রামে। এদের প্রধান পেশা হচ্ছে কৃষি। কিন্তু দুর্ভাগ্য এদের অনেকেই ভূমিহীন ও বেকার। এই দেশটির সকল জনগণের জন্য চাই সু-স্বাস্থ্য। এই সু-স্বাস্থ্যের জন্য চাই চিকিৎসার নিশ্চয়তা। যদিও এটি এক মৌলিক অধিকার কিন্তু এই অধিকার থেকে সবাই বঞ্চিত। তাছাড়া গ্রাম বাংলার অধিকাংশ মানুষই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠিত ভাল সরকারী চিকিৎসকদের সেবা থেকে। কেননা ভাল সরকারী চিকিৎসকগণ নানা কারণে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের সংস্পর্শে যেতে পারেন না।
এই পরিস্থিতিতে গ্রাম বাংলার দরিদ্র অবহেলিত ও রোগাক্রান্ত মানুষের চিকিৎসা সেবা দায়িত্ব কারা বহন করবে। এই কথাটি সামনে রেখে কয়েক বছর পূর্বে নেদারল্যান্ডের অর্থায়নে পল্লী চিকিৎসক L.M.A.F নামে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। L.M.A.F প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষনার্থীরা গ্রাম বাংলার রুগ্ন অবহেলিত মানুষের সেবার দায়-দায়িত্ব কাঁধে নিচ্ছে। সুতরাং বর্তমানে এদের প্রয়োজন ভাল বই। যে বই থেকে স্বাস্থ্য সম্পর্কীয় জ্ঞান অর্জন করা যায়।
এই স্বাস্থ্য সচেতনতা সম্পর্কীয় কথাটিকে সামনে রেখে অধিক জ্ঞান অর্জনের লক্ষ্যে L.M.A.F প্রশিক্ষণরত ছাত্র/ছাত্রীদের জন্য প্রকাশিত হয়েছে আমাদের এই মডেল মেডিসিন বইটি। আমার এই বইটিতে সাধারণ রোগব্যাধির কারণ, লক্ষণ ও তার চিকিৎসাসমূহ সহজ, সুন্দর বাংলা ভাষায় রচনা করা হয়েছে।
আমি দীর্ঘ আশাবাদী যে, আমার এই বই দ্বারা শুধু পল্লী ডাক্তারগণই নয়, প্রত্যন্ত এলাকায় কর্মরত সকল চিকিৎসক, চিকিৎসা সহকারী, প্যারামেডিকেল ও স্বাস্থ্য কর্মীরা উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
এই বইখানি যদি আপনাদের কোন উপকারে আসে তাহলে আমার এ ক্ষুদ্র প্রয়াস স্বার্থক হবে।
আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

প্রতিষ্ঠাতার লিখা বই সমূহ

  • Human Anatomy & Physiology
  • Basic Pharmacology
  • Easy Community Medicine
  • Basic Pathology
  • Basic Gynaecology
  • Technical Radiology
  • Fast Aid Surgery
  • Model Medicine

 

        [ প্রতিটি বই আমাদের প্রতিষ্ঠানে পাবেন ]

আলহামদুলিল্লাহ। আমি লোকাল মেডিকল সার্ভিস থেকে কোর্স সম্পন্ন করেছি। আমি এখানে মেডিসিন সার্জারি ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমি ঢাকার মিরপুর পীরেরবাগে আমার ফার্মেসি ব্যবসা "বিসমিল্লাহ ফার্মেসি" প্রতিষ্ঠা করেছি। লোকাল মেডিকেল সার্ভিস কোর্সের জ্ঞান আমার ব্যবসায়িক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্স আমার প্রাথমিক চিকিৎসার অভ্যাস আমার ওষুধ ব্যবসার উন্নয়নে সাহায্য করেছে। আমি মনে করি মেডিকেল সেক্টরে ব্যবসা শুরু করার আগে প্রত্যেকেরই মেডিকেল ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করা উচিত।
Sabbir
Student
আমি এনায়েত হোসেন। আমার জেলা নোয়াখালী এবং আমার উপজেলা হাতিয়া। আলহামদুলিল্লাহ, আমি লোকাল মেডিকেল সার্ভিস থেকে ডিএমএস কোর্স সম্পন্ন করেছি। এই 2 বছরের কোর্সটিতে ৯টি বিষয় রয়েছে এবং কিছু ব্যবহারিক যেমন রক্তচাপ পরিমাপ, পালস পরিমাপ, IV ইনজেকশন, IM ইনজেকশন, স্যালাইন পুশিং, ক্যানুলা সেটিং, নেবুলাইজেশন, ইনহেলেশন, টোটাহ্যালেশন, স্টিচিং, ক্লিয়ারিং, ড্রেসিং, ব্যান্ডেজিং ইত্যাদি। আমি সফলভাবে সম্পন্ন করেছি। . হাতিয়ায় ওষুধের ব্যবসা শুরু করেছি। আমার ব্যবসা দিন দিন বাড়ছে। আমি ডাক্তার, স্টাফ এবং এই ইনস্টিটিউট সম্পর্কে সন্তুষ্ট।
Enayet
Student
আসসালামুয়ালাইকুম। আমি বশির মোহাম্মদ ইব্রাহিম। মেডিক্যাল সার্ভিসের একজন সফল ছাত্র হতে পেরে আমি একেবারে গর্বিত। আমি এখান থেকে আমার ডিএমএস ট্রেনিং কোর্স সম্পন্ন করেছি। এই কোর্সের জ্ঞান আমার কর্মজীবনের উন্নয়নে সহায়ক হবে। ডিএমএস ট্রেনিং কোর্স আমাকে চিকিৎসা সংকটের জরুরি মুহূর্তে জনগণের সেবা করতে সাহায্য করবে। আমি মনে করি প্রত্যেকেরই মেডিকেল সেক্টরে তার কর্মজীবন শুরু করার আগে একটি মেডিকেল ডিপ্লোমা বা নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করা উচিত। সবাইকে ধন্যবাদ..
Boshir Mohammed
Student
আমি লোকাল মেডিকেল সার্ভিসের একজন সফল ছাত্র হয়ে উঠতে পেরে খুবই আনন্দিত। আমি এখান থেকে আমার ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএমএস) কোর্স সম্পন্ন করেছি। আমি গাজীপুরে ওষুধ ব্যবসা ও প্রাথমিক চিকিৎসার ব্যবসার ভিত্তি স্থাপন করতে পেরেছি। মেডিকেল ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল কোর্স ফার্মেসি ব্যবসায় সাফল্যের পূর্বশর্ত। আমি মনে করি মেডিকেল সেক্টরে ব্যবসা শুরু করার আগে প্রত্যেকেরই মেডিকেল ডিপ্লোমা বা প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করা উচিত।
Hasan
Student

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত

Local Medical Service, Paramedical, Polli chikitsa, Polli Doctor, Dental, Shortcourse, DMA, RMA, DMS , paramedical course in bangladesh