লোকাল মেডিকেল সার্ভিস

পল্লীচিকিৎসা/প্যারামেডিকেল কোর্সের ভর্তির আবেদনের নিয়ম

আপনি যদি একজন পল্লী চিকিৎসক হতে চান তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসার উপরে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং মেডিসিন সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। এরূপ জ্ঞান অরজনের জন্য আপনাকে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলো থেকে পল্লী চিকিৎসা কোর্স অথবা প্যারামেডিকেল কোর্স করতে হবে । কোর্স করার পরে আপনি একজন পল্লী চিকিৎসক হিসেবে আপনাকে দাবী করতে পারবেন।

পল্লী চিকিসা কোর্স সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে Local Medical Assistant & Family Welfare (L.M.A.F) – ৬ মাস মেয়াদি যেখানে আপনি ৪টি সাবজেক্ট পাবেন প্রতিটি সাবজেক্ট ১ থেকে দেড় মাস করে পাবেন তারপর আসে Diploma in Medical Assistant (D.M.A) – ১বছর মেয়াদি কোর্স যেখানে আপনি ৭টি সাবজেক্ট পাবেন এবং প্রতিটি সাবজেক্ট দেড় থেকে ২ মাস সময় সীমা থাকে এরপর আসে  Diploma is Medicine Surgery (D.M.S) – ২বছর মেয়াদি কোর্স যেখানে আপনি ৯টি সাবজেক্ট পাবেন এবং প্রতিটি সাবজেক্ট ২ থেকে ৩ মাসেরও বেশী সময় সীমা হয়ে থাকে ।

কোর্সে ভর্তি হওয়ার জন্য যা যা লাগবেঃ

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এর ফটোকপি। (SSC/HSC/Master’s)
  • জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এর ফটোকপি ।
  • পাসপোর্ট আকারের ছবি ৩ কপি।
কোর্স সম্পর্কে জানতে ওয়েবসাইটের কোর্স সমূহতে ক্লিক করুন এবং আপনার পছন্দ মত কোর্স সিলেক্ট করুন ।

কিছু প্রশ্ন উত্তর

আপনাদের প্রতিষ্ঠান সরকারি অনুমদিত?
হ্যা আমরা ১৯৯৬ সাল থেকে সরকারের অনুমোদন নিয়ে পরিচালনা করে আসছি ।
যারা ক্লাস নিবে তারা কি ডাক্তার?
আমরা মূলত ডাক্তার ছাড়া ক্লাস নেই না । আমাদের শিক্ষক মেডিকেল এর ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষে অধ্যায়নকৃত ও অবসর প্রাপ্ত ডাক্তাররা নিয়ে থাকেন
এই কোর্স করার পর নামের আগে ডাক্তার লিখতে পারবো?
এম বি বি এস এবং বিডিএস ব্যতিত মেডিকেল এর কোনো কোর্স করার পর নামের আগে ডাক্তার লিখা যায় না ।
আপনাদের প্রতিষ্ঠানে হোস্টেল এর ব্যবস্থা আছে?
বর্তমানে আমাদের এখানে এই ব্যবস্থা নেই
আপনাদের সার্টিফিকেট অনলাইন ভিত্তিক?
হ্যা আমাদের প্রতিটি কোর্স এর সার্টিফিকেট অনলাইন ভিত্তিক
সার্টিফিকেট কি রিনিউ করার প্রয়োজন হয়?
হ্যা মেডিকেল সেক্টরের সকল সার্টিফিকেট রিনিউ করতে হয় ।
কত বছর পর পর রিনিউ করতে হয়?
৪ বছর পর পর
কোর্স শেষ করার কতদিন পর আপনারা সার্টিফিকেট প্রদান করেন?
৩ থেকে ৪মাসের ভিতর