Bandage
Definition:
ক্ষতস্থানকে একখন্ড জীবানুমুক্ত কাপড় দ্ধারা আবৃত করাকে ব্যান্ডেজ (Bandage) বলে ।
প্রকারভেদঃ
ব্যান্ডেজ সাধারণত তিন প্রকার । যথাঃ
- Roller Bandage
- Triangular Bandage
- Multi-tail Bandage
- Roller Bandage: হাতে বা ঘোড়ালিতে যা ব্যান্ডেজ দেখা যায় তাকে Rollar Bandage বলে ।
- Triangular Bandage (ত্রিকোণ ব্যান্ডিজ): চার সমকোণ বিশিষ্ট একটি কাপড়কে কোনাকুনি অর্ধেক করে কেটে ২ টুকরা ত্রিভুজ ব্যান্ডেজ তৈরী করা হয়। ত্রিকোণ ব্যান্ডেজের একটি বড় সুবিধা হলো এর দ্বারা একটি বড় অংশকে ঢাকা যায় । যেমনঃ হাতের কনুই ।
- Multi-tail Bandage: সকল ব্যান্ডেজের দুইটি প্রান্ত থাকে, কিন্তু এই ধরনের ব্যান্ডেজের তিনটি প্রান্ত থাকে বলে একে Multi-tail Bandage বলে ।
ব্যান্ডেজ সম্পর্কে কিছু কথাঃ
- ব্যান্ডেজ যেন খুব ঢিলা বা খুব টাইট না হয় ।
- এটি যেন আহত অংশের তুলনায় খুব সরু বা খুব চওড়া না হয় ।
- ব্যান্ডেজের কাপর যেন শক্ত হয় এবং ড্রেইসিং ধরে রাখতে পারে ।
- বিশেষ ক্ষেত্রে এলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করতে হবে ।
- খেলোয়াড়দের ক্ষেত্রে গ্রিপ ব্যান্ডেজ (Grip bandage) ব্যবহার করতে হয় ।
- ব্যান্ডেজের নিচে অবশ্যই গজ বা তুলা ব্যবহার করতে হবে ।
- ব্যবহার কাপড় দিয়ে সাময়িক ব্যান্ডেজ করতে চাইলে অবশ্যই তা জীবানুমুক্ত করতে হবে ।
- ব্যান্ডেজের কাপড় সাদা ব্যতীত অন্য কোন রঙ্গিন কাপড় হওয়া যাবে না ।
ব্যান্ডেজ কেন দিতে হয়ঃ
- ড্রেসিং ঠিক যায়গায় ধরে রাখার জন্য ।
- জয়েন্ট অনড় ও সুদৃঢ় রাখতে সাহায্য করে ।
- ক্ষত হতে রক্তপাত কমায় ।
- হাড় ভাঙ্গার একদম প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ ব্যবহার হয় ।
- ব্যান্ডেজ ক্ষতস্থানের ফুলে উঠা কমিয়ে রাখে ।