লোকাল মেডিকেল সার্ভিস

Injection

 

Definition:

ইনজেকশন একটি যন্ত্র যার সাহায্যে জীবদেহে ঔষধ প্রয়োগ করা হয় । মুখে ঔষধ নেওয়ার চেয়ে ইনজেকশন নেওয়া বিপদজনক । একারনে ইনজেকশন কি, তার পার্শ্বপ্রতিক্রিয়া ও ইন্ডিকেশন ভালোভাবে জানা প্রয়োজন ।

Parts of Injection:

ইনজেকশনের ৪টি অংশ । যথাঃ

1.Plunger   2.Barrel   3. Needle Hub   4. Needle

 

 

 

 

 

 

 

 

 

 

Injection দেওয়ার পদ্ধতিঃ

  1. প্যাকেট থেকে সাবধানে সিরিঞ্জ বের করতে হবে ।
  2. ০.৫ সিসি অ্যালকোহল বা হেক্সিসল দিয়ে নিডল জীবাণুমুক্ত করতে হবে ।
  3. নিডল ক্যাপ সাবধানে খুলতে হবে ।
  4. ভায়াল বা অ্যাম্পুলে সিরিঞ্জের নিডল ঢুকাতে হবে ।
  5. পিস্টনটি ধীরে ধীরে পিছনে টানতে হবে ।
  6. পর্যাপ্ত পরিমাণে ঔষধ নেয়া হলে নিডলটি বের করতে হবে ।
  7. তারপর রোগীর শরীরে যেখানে ইঞ্জেকশন দিতে হবে সেখানে অ্যালকোহল বা হেক্সিসল দিয়ে জীবাণুমুক্ত করতে হবে ।
  8. তারপর সেখানে ইঞ্জেকশন পুশ করতে হবে ।

 

Routes of Injection: ইঞ্জেকশন সাধারণত নিম্নলিখিত রুটে দেয়া হয়ঃ

  1. Intra – muscular (মাংস পেশীতে)
  2. Intra – arterial (ধমনীতে)
  3. Intra – venous (শিরায়)
  4. Intra – dermal (চামড়ার নিচে)
  5. Intra – thecal (মেরুদন্ডে)
  6. Intra – articular (হাড়ের জয়েন্টে)
  7. Subcutaneous (চামড়ার নিচে)